NEWS OF BENGAL

LOCAL NEWS, RURAL NEWS,

Sunday, 19 August 2018

কেরলের বন্যা তহবিলে ১০ কোটি টাকা সাহায্য পশ্চিমবঙ্গের, টুইটারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেরলের পাশে বাংলা। ১০ কোটি টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কেরলে বন্যার সঙ্গে যাঁরা লড়ছেন, অন্তর থেকে আমি তাঁদের পাশে আছি।সঙ্কটের সময় কেরলে বন্যা-দুর্গতদের পাশে দাঁড়াতে সেরাজ্যের মুখ্যমন্ত্রীর তহবিলে ১০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। অন্য সবরকম সহযোগিতা করতেও প্রস্তুত। প্রার্থনা করি, যাতে কেরলে আমাদের ভাই-বোনেদের জীবন শীঘ্রই স্বাভাবিক ছন্দে ফিরে আসে

from home https://ift.tt/2MrcLVD

No comments:

Post a Comment