NEWS OF BENGAL

LOCAL NEWS, RURAL NEWS,

Sunday, 19 August 2018

এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক ভারতের, কুস্তির ৬৫ কেজি ফ্রিস্টাইলে সোনা জয় বজরং পুনিয়ার

<strong>জাকার্তা:</strong> এশিয়ান গেমসের প্রথমদিন সুশীল কুমারের প্রথম রাউন্ডে ছিটে যাওয়ার পর ক্রীড়ামহল যতটাই হতাশ হয়েছিল, সন্ধেয় তাঁদের মুখেই চওড়া হাসি। কুস্তিতে ৬৫কেজি ফ্রিস্টাইল বিভাগে সোনা জয় ভারতের বজরং পুনিয়ার। ২৪ বছরের এই ভারতীয় কুস্তিগীর শুরু থেকেই ছিলেন ছন্দে। ফাইনালে জাপানের প্রতিপক্ষ তাকাতানিকে ১১-৮ ফলে হারিয়ে সোনা জিতলেন ঝাঝরের বজরং পুনিয়া।

from home https://ift.tt/2wffTbZ

No comments:

Post a Comment