NEWS OF BENGAL

LOCAL NEWS, RURAL NEWS,

Wednesday, 29 August 2018

সোস্যাল মিডিয়ায় কুৎসা করবেন না, বিজেপি কর্মীদের সঙ্গে আলাপচারিতায় মোদী

নয়াদিল্লি: সোস্যাল মিডিয়ায় কুৎসা করবেন না, ময়লা-আবর্জনা ছড়াবেন না। বারাণসীর বিজেপি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে ভিডিওর মাধ্যমে সংযোগের সময় এই পরামর্শ দিলেন নরেন্দ্র মোদী। আদর্শের ব্যাপারই নয়, কোনও সভ্য ও ভদ্র সমাজে এটা মানায় না বলে অভিমত জানিয়েছেন তিনি। এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, লোকে প্রায়ই শিষ্টাচারের সীমা ছাড়িয়ে যায়। তারা মিথ্যা কিছু দেখে বা শুনেও ফরোয়ার্ড করে দেয়। এতে সমাজের যে কী বিরাট ক্ষতি হচ্ছে, ভেবে দেখে না। কিছু লোক এমন ভাষা ব্যবহার করে, যা কোনও ভদ্র সমাজে চলে না। তারা মহিলাদের নিয়ে কুরুচিকর কথা বলে বা লেখে। এর সঙ্গে কোনও রাজনৈতিক দল বা আদর্শের সম্পর্ক নেই। এটা ১২৫ কোটি ভারতবাসীর ব্যাপার। প্রত্যেকের উচিত নিজেকেই এমন ভাবে তৈরি করা যাতে সোস্যাল মিডিয়ার মাধ্যমে কখনও খারাপ জিনিস না ছড়ান। কোনও মহল্লার দুটি পরিবারের ঝগড়াও আজকাল জাতীয় স্তরের খবর হয়ে উঠছে বলে পরিতাপের সুরে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীর সওয়াল, ‘স্বচ্ছতা অভিযান’ শুধু চারপাশের রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখাই নয়, মানসিক শুদ্ধতাও বজায় রাখা। সোস্যাল মিডিয়ায় ভাল, ইতিবাচক বিষয় শেয়ার করতে বলেন তিনি। প্রসঙ্গত, সোস্যাল মিডিয়ায় গালিগালাজ বা কুরুচিকর প্রচারের অভিযোগে বিরোধী দলগুলি প্রায়ই নিশানা করে বিজেপির লোকজন বা দক্ষিণপন্থী ভাবনার সমর্থকদের। অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপি দাবি করে, তারাই বিরোধীদের অপপ্রচারের শিকার। আলোচনায় ‘ভারতের বদলাতে থাকা চেহারা’ তুলে ধরা ভিডিও শেয়ার করার জন্য পার্টিকর্মীদের আবেদন করেন মোদী। দেশে এখন ঐতিহাসিক, অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, একদিকে ভারতের প্রতিটি গ্রামে এখন বিদ্যুত্, স্কুল, শৌচাগার আছে, আরেকদিকে দেশ সবচেয়ে বড় মোবাইল নির্মাতা হয়ে উঠেছে।

from home https://ift.tt/2NwJ8hN

No comments:

Post a Comment