NEWS OF BENGAL

LOCAL NEWS, RURAL NEWS,

Wednesday, 29 August 2018

রাখী-বন্ধন উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির সামনে স্থানীয় তৃণমূল নেত্রী করবী ঘোষের উদ্দাম নাচ, ভাইরাল ভিডিও

রাখী বন্ধনের উত্সব পালনে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ স্থানীয় তৃণমূল নেত্রীর। হাওড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘটনা। রাখী বন্ধন দিবস উপলক্ষে আয়োজন করা হয় নাচ-গানের। সেখানে মঞ্চের ওপর রবীন্দ্রনাথের ছবির সামনে স্থানীয় তৃণমূল নেত্রী করবী ঘোষ ও তাঁর এক অনুগামীকে হিন্দি গানের সঙ্গে উদ্দামভাবে নাচতে দেখা যায়। নাচের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পরে দলের অন্দরেই শুরু হয় সমালোচনা। বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন সমবায়মন্ত্রী তথা তৃণমূলের হাওড়া জেলা সভাপতি অরূপ রায়।

from home https://ift.tt/2wpOncB

No comments:

Post a Comment