NEWS OF BENGAL

LOCAL NEWS, RURAL NEWS,

Wednesday, 29 August 2018

সাউদাম্পটনে আর মাত্র ছয় রান করলেই সচিনের রেকর্ড ভেঙে দিতে পারেন কোহলি

<strong>নয়াদিল্লি:</strong> আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন একমাত্র তিনিই। কোহলি ইতিমধ্যেই টেস্ট ও একদিনের ম্যাচ মিলিয়ে ৫৮ টি শতরানের মালিক। এবার সচিনের একটা বড় রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টেই কোহলি ওই রেকর্ড ভাঙবেন বলে আশা করছেন অনুরাগীরা। একই আশা প্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র সহবাগও। সচিন টেস্টে ১২০ ইনিংসে ছয় হাজার রান পূর্ণ করেছিলেন। কোহলি এখনও পর্যন্ত ১১৮ ইনিংসে ৫৯৯৪ রান করেছেন। সাউদাম্পটনে ভারতের প্রথম ইনিংসে আর ছয় রান করলেই সচিনকে ছাপিয়ে যাবেন তিনি। বীরু বলেছেন, আগামী ইনিংসেই কোহলি এই রেকর্ড গড়বেন বলে আমার পূর্ণ ভরসা রয়েছে। কোহলি ইংল্যান্ড সফরে দুরন্ত ফর্মে রয়েছেন। এখনও পর্যন্ত সিরিজে দুটি সেঞ্চুরি সহ ৪৪০ রান করেছেন।  

from home https://ift.tt/2oiDrcr

No comments:

Post a Comment