NEWS OF BENGAL

LOCAL NEWS, RURAL NEWS,

Wednesday, 29 August 2018

৪ বছরে ৫ কোটি মানুষকে গরিবি সীমার বাইরে এনেছে কেন্দ্র, দাবি মোদীর

নয়াদিল্লি: নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর বিজেপি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে আলোচনায় উন্নয়নের দৌড়ে পিছনে পড়ে থাকা মানুষজনকে মূলস্রোতে নিয়ে আসার ব্যাপারে কেন্দ্রীয় সরকার দায়বদ্ধ বলে জানালেন নরেন্দ্র মোদী। তাঁকে উদ্ধৃত করে বিজেপির তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, গত ৪ বছরে ৫ কোটি মানুষকে গরিবির কব্জা থেকে বের করে আনা হয়েছে। তাঁর সরকারের কল্যাণ ও উন্নয়নমূলক প্রকল্পগুলিকে আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ায় দলীয় কর্মীদের ভূমিকার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। সব কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ কর্মসূচির সুফল যাতে নির্ধারিত মানুষজনের কাছে পৌঁছয়, তা সুনিশ্চিত করা দলীয় কর্মীদের দায়িত্ব বলে অভিমত জানান তিনি। মোদী দাবি করেন, ভারত বর্তমানে উন্নয়নের গতি ও মাত্রা, দুদিকেই জোর কদমে এগিয়ে চলেছে এবং কেন্দ্রের বিজেপি সরকার এমন উন্নয়ন করেছে যা গত ৬৭ বছরে হয়নি। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বারাণসীর প্রত্যেকে চলতি উন্নয়নের স্রোতে সামিল হয়েছেন। ২০১৯-এর জানুয়ারিতে বারাণসীতে হতে চলা প্রবাসী ভারতীয় দিবসের প্রস্তুতির ব্যাপারে তিনি শহরবাসীর সকলের সমর্থন, সহযোগিতা চান যাতে তা সফল হয়। ‘স্বচ্ছতাই সেবা’ অভিযান সফল করে তুলতেও দলীয় কর্মীদের আবেদন করেন তিনি।

from home https://ift.tt/2ogrsw6

No comments:

Post a Comment